ভোটের প্রচার তুঙ্গে মালদা উত্তরে , দুজনেই গেলেন মন্দিরে

 আজ প্রচারে  মন্দিরে পুজোটা ' কমন ' দুই প্রার্থীর , তৃণমূল - বিজেপি দুজনেরই 



বিশেষ সংবাদদাতা , মালদা , ১৯ মার্চঃ   একই ছন্দে তৃণমূল কংগ্রেস ও বিজেপির প্রচার। মালদা উত্তরকেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তণ পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বিজেপির প্রার্থী খগেন মূর্মু জনসংযোগ শুরু করছেন  মন্দিরে পুজো দিয়ে। একদিকে মালদা থানার আইহো কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন উত্তর মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি।ঠিক অন্যদিকে  গাজোল থানার কেষ্টপুর সিঁদুরকুছি শ্মশান কালী মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন ভোট প্রচার। দুই প্রার্থীর ভোট প্রচার থেকে অনেকটাই পিছিয়ে কংগ্রেস। এখন প্রার্থীর নাম ঘোষনা হয় নি কংগ্রেস দলে। তবুও  তৃণমূল কংগ্রেস ও বিজেপি প্রার্থীদের ভোট প্রচারে জমে উঠেছে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের ভোট। গত নির্বাচনে এই কেন্দ্রটিতে জয়লাভ করে বিজেপি।তাই মাটি কামড়ে এই কেন্দ্রটি প্রতিদ্বন্দ্বিতা করতে মরিয়া লড়াই করছেন প্রাক্তণ পুলিশ কর্তা তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই কেন্দ্রের মাটি ছাড়তে নারাজ বিজেপি প্রার্থী খগেন মূর্মূ। তাই জমে উঠেছে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের ভোটের লড়াই।উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ ছিলেন খগেন মুর্মু। বিগত পাঁচ বছরে এলাকায় কোন উন্নয়ন করেননি তিনি এমনকি তাকে দেখাও যায়নি। তাই মানুষ এবার এই লোকসভা কেন্দ্রে পরিবর্তন চাই। উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারে এলেন হবিবপুর ব্লকের আইহো এলাকায়।দলীয় প্রার্থীর সমর্থনে প্রথমে আইহো কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার। সোমবার সাত সকালে মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি।এই প্রচারে সাধারন মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। সর্বক্ষেত্রেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেদেরকে এগিয়ে রেখেছেন।

( আমাদের পাতাকে ' behalar din pratidin.com ' কে  ফলো করুন , আর পান , আপনার মনের মত খবর ) 

উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলেন কেন্দ্রে বিগত পাঁচ বছর সাংসদ থাকা খগেন মুর্মুকেও এক হাত নেন।প্রার্থী বলেন আমরা বলছি কম, শুনছি বেশি। বিদায়ী সাংসদ কি কাজ করছেন তা সাধারণ মানুষের কাছে জানতে চাইছি। কিন্তু এখনও পর্যন্ত কেউ বিদায়ী সাংসদের কাজের ব্যাপারে কিছুই বলতে পারছেন না।এই পাঁচ বছর সংসদ কে খুঁজে পাওয়া যায়নি মানুষ জবাব দেবে বিজেপির খেলা শেষ। 

মন্তব্যসমূহ