নির্বাচনে উত্তরবঙ্গের দলীয় কর্মীদের এক করতে আসরে মমতা

 নির্বাচনে মমতার পাখির চোখ উত্তরবঙ্গ 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১২ মার্চ:   প্রধানমন্ত্রীর সভার পরেই  শিলিগুড়িতে  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  তিনি শিলিগুড়িতে ঢুকেই কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। মনে করা হচ্ছে উত্তরবঙ্গে পূর্বের ভোটের ফলাফল নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিতে চলেছেন উত্তরবঙ্গের নেতৃত্বকে। বিশেষ করে বিগত কয়েক বছরে দার্জিলিং জেলার ভোট নিয়ে একেবারেই খুশী নন তিনি। জানা গেছে এবারে দার্জিলিং লোকসভা নিয়ে চিন্তা করছেন মুখ্যমন্ত্রী। তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন জিততে হলে সবাইকে এক হয়ে লড়াই করতে হবে। তাই এবারের ভোটে সবাইকে এক হয়ে লড়াই করবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।  আজকে তিনি শিলিগুড়িতে আসার পরে কি বার্তা দেন সেটাই দেখবার জন্য আগ্রহী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ তৃণমূল কংগ্রেস কর্মীরাও। তাঁর সফরসুচী মোটামুটি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উন্নয়ন বোর্ড এর সাথে সভা করে উত্তরকন্যাতে রাত্রীবাস করবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল শিলিগুড়ির ফুলবাড়িতে ভাষন দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা ছাড়াও উত্তরবঙ্গের আরো সাতটি জেলার নির্বাচনী প্রার্থীদেরও। এদিকে আজ মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কড়া নিরাপত্তার ব্যাবস্থা করা হয়েছে গোটা শিলিগুড়ি জুড়েই, কোন ধরনের অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে সেটা দেখবার দায়িত্ব নিয়েছে প্রশাসন। সকাল থেকেই শিলিগুড়ির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।

মন্তব্যসমূহ