রাজ্য দিবস নিয়ে প্রস্তুতি বৈঠক শিলিগুড়িতে
কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১৮ মার্চঃ আজকে দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে এক বৈঠক অনুষ্ঠিত হল। যেখানে মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য কাউন্সিলরেরা। মেয়র জানান রাজ্য দিবস এবারেই প্রথম। তাই আমরা বিশেষভাবে উদ্যেগ নিচ্ছি। এবারের এই উৎসবে বিশেষভাবে আকর্ষনীয় হতে চলেছে। আমাদের নিজেদের উদ্যেগ নিয়ে এই অনুষ্ঠানের আকর্ষন বাড়িয়ে তুলতে হবে। যেটা খুব দরকার। এদিন পয়লা বৈশাখ উপলক্ষে বেশ কিছু কর্মসূচী নেবার বিষয়ে আলোচনা করেন মেয়র। এদিন মেয়র জানান ভোটের কারনে অনুষ্ঠানের কার্যসূচী কি হবে সেটা কিভাবে হতে পারে আজ সেইভাবে আলোচনা করলাম। দেখা যাক কিভাবে কি করা যায়। বাঙালির কাছে পয়লা বৈশাখ একটা আলাদা বিষয় তাই চেষ্টা করব যাতে মানুষের মনের মধ্যে এই অনুষ্ঠানকে রাখা যায় বলে জানালেন মেয়র গৌতম দেব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন