প্রচারে জলপাইগুড়ির সিপিএম প্রার্থী

 প্রচারে নামলেন জলপাইগুড়ির সিপিএম প্রার্থী



কুশল দাশগুপ্ত , জলপাইগুড়ি , ১৫ মার্চঃ নাম ঘোষনা হতেই জলপাইগুড়িতে প্রচারে নেমে পড়লেন সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন। গতকাল থেকে তিনি নেমে পড়েন প্রচারে।জানালেন নাম ঘোষনার দিন থেকেই নেমে পড়লাম প্রচারে। আমাদের কর্মীদের একটা কথাই বলে দিয়েছি মানুষের কাছে গিয়ে মানুষের সমস্যা শুনতে হবে। সিপিএম মানুষের কাছে এবং মানুষের পাশে আছে। বিজেপী এবং তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বুঝিয়ে চলেছে আমাদের সেই ভুল দেখিয়ে দিতে হবে। আমাদের দল মানুষকে ভুল বুঝিয়ে চলে না কখনো। মানুষের কাজ থেকে সুবিধা নিয়ে তাদের রাস্তায় ফেলে দেবার দল সিপিএম না। তাই এই নির্বাচনে মানুষের কাছে আমাদের একটাই আবেদন থাকবে বুঝেশুনে  ভোট দিন। যাতে ভবিষ্যতে আপনাদের কাজ শুরু করতে সুবিধা হয়। আমি নিজে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কষ্টের কথা শুনবো এবং আমি কথা দিতে পারছি না, চেষ্টা করব কাজ করার। জানিয়ে দিলেন সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন।

মন্তব্যসমূহ