শ্রদ্ধায় পালিত ছট পুজো

 সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে ছট পুজো 



নিজস্ব সংবাদদাতা , কলকাতা ও উত্তরবঙ্গ , ৭ নভেম্বরঃ আজ ছট পুজো । সুর্য দেবতার পুজো । পুন্যাতুর মানুষেরা জলাশয়ের কাছে গিয়ে দেবতাকে নিজের অঞ্জলি অর্পন করেন । কলকাতা সহ সারা রাজ্যে পালিত হচ্ছে ছত পুজো । কলকাতায় কৃত্রিম জলাশ্য তৈরি করা হয়েছে পুজোর জন্য । গঙ্গার ঘাটগুলিতে কঠোর নিরাপত্তা রয়েছে। আগামীকাল ভোরেও চলবে পুজো।

আজ শিলিগুড়িতে ছট পুজো পালন করছেন  ছট ব্রতিরা। নানাভাবে  শিলিগুড়ি শহরে  পালন করা হচ্ছে  ছট পুজো। মহানন্দার তীরকে সাজিয়ে তোলা হচ্ছে। সন্ধ্যায় মহানন্দা নদীর তীরে আলোকসজ্জা দিয়ে সজ্জিত করা হয়েছে  গোটা  এলাকাতে। ছোট বড় মাঝারি সকলেই  এখন ছট পুজো করছেন। এই পুজো দেখতে উপস্থিত হয়েছেন , বাঙালিরাও। ছট পুজো উপলক্ষে  কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে  প্রশাসনের তরফ থেকে। কোথাও কোন যাকে অপ্রীতিকর ঘটনা না ঘটে  এদিকে কঠোরদৃষ্টি রাখছে প্রশাসন।

ছট পুজো পেয়ে শিলিগুড়ি বরাবরই  অনেক এগিয়ে, বহু বছর ধরে শিলিগুড়িতে  ছট পুজো পালন করা হচ্ছে  আড়ম্বরের সাথে। প্রথমে ছট -ঘাট সাজিয়ে তোলা হচ্ছে, এরপরে দুপুর থেকে  মানুষ আসতে শুরু করবেন। যারা ছট পুজোর উপোস করেন , তারা যথেষ্ট পরিশ্রম এবং  সংকল্প নিয়ে ছট পুজো করেন। শিলিগুড়িতে ছট পূজা উপলক্ষে , মেয়র গৌতম দেব  জেলা সভাপতি পাপিয়া ঘোষ , বিধায়ক শঙ্কর ঘোষ, সাংসদ রাজুবিস্ত এবং প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য  শুভেচ্ছা জানিয়েছেন জনসাধারণকে। ছট পূজা উপলক্ষে আজরাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। তাই মানুষ অনেকটাই  আনন্দ করে আসতে পারছেন  এই মহানন্দা ছটঘাটে। কড়া নিরাপত্তার ব্যবস্থা  করেছে প্রশাসন ছট পুজো উপলক্ষে। ছট পুজোতে যাতে কোন ধরনের  সমস্যা তৈরি না হয়  এটাও দেখবে প্রশাসন।



 সরকারি ছুটির কারণে  মানুষ এসে মহানন্দা তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে , ছট পুজো দেখছেন। এইবার ছট পুজো  একটু আগে পড়ায়  এখনো ঠান্ডা না পড়ায় , মানুষকে বেশি দেখা যাচ্ছে বাজারে।  ছট পুজোর বিখ্যাত  " ঠেকুয়া " জনপ্রিয় সব জাতির মধ্যেই। ঠেকুয়া খেতে উৎসাহী  সব মানুষই।

মন্তব্যসমূহ