আর জি কর কান্ডের পরবর্তী শুনানী ১১ নভেম্বর
বিশেষ সংবাদদাতা , কলকাতা , ৭ নভেম্বরঃ দুদিন পর আজ দুপুর দুটোর পর সুপ্রিম শুনানি শুরু হয় আর জি কর অভয়া হত্যার মামলার। এদিন মামলার দিকে তাকিয়ে ছিলেন সারা রাজ্যের মানুষ। আদালতের শুনানির যে বিষয়টি উঠে এসেছে মাননীয় বিচারকদের পক্ষ থেকে , সেটা হল , সি বি আই তাঁর তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাবে। এদিন সি বি আই এর পক্ষ থেকে ষষ্ঠ স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়। সপ্তম স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য চার সপ্তাহ দেওয়া হয় । অন্যত্র এই মামলাটি সরিয়ে নিয়ে যাবার ব্যাপারেও না করে দেওয়া হয়। আর বিচারক বদল হলেও এই মামলার ধারাবাহিকতা বজায় থাকবে এটাও জানিয়ে দেওয়া হওয়া । এদিন পরবর্তী শুনানির দিন ১১ নভেম্বর বলে জানিয়ে দেওয়া হয় ।
অভয়া যে বিচার পাবে সেই আশায় বুক বাঁধছেন ও নিজেদের আরো কঠোর করে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তারা ।
আজ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে একাদেমি চত্বর থেকে নিজাম প্যালেস পর্যন্ত অভয়ার বিচার চেয়ে একটি অভিযান করে। এদিন নিজাম প্যালেসে টমেটো ও দিম ছুড়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানানো হয়। এই অভিযান রুখতে মোতায়েন ছিল প্রচুর পুলিশ ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন