২৮ তম রাজ্য ক্যারাম প্রতিযোগিতা শিলিগুড়িতে
নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ৭ নভেম্বরঃ শিলিগুড়িতে ২৮ তম রাজ্য ক্যারাম কম্পিটিশনের সূচনা করলেন মেয়র গৌতম দেব। তিনি এই প্রতিযোগিতার সূচনা করে জানালেন , ' আমি ছোটবেলা থেকেই ক্যারাম খেলতে ভালোবাসি। আমার দরকার ছিল এই ধরনের প্রতিযোগিতায় আশা এবং সবাইকে উৎসাহিত করা। আমি নিজে চেষ্টা করব নিজে এরপর থেকে আরো বেশি করে শিলিগুড়িতে ক্যারাম প্রতিযোগিতা তৈরি করা। এই ক্যারাম প্রতিযোগিতায় সকল প্রতিযোগী যেভাবে এসেছে তাদের জন্য কোন প্রশংসায় যথেষ্ট নয়। আমি নিজে চেষ্টা করব যথেষ্ট সাহায্য করা, আমার সাধ্যমত।'
মেয়র গৌতম দেবের সাথে উপস্থিত ছিলেন , শিলিগুড়ি পৌরসভার চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এবং শিলিগুড়ি পৌরসভার অন্যান্য আধিকারিকেরা। মেয়র জানান আমাদের শিলিগুড়িতে ক্যারাম যথেষ্ট জনপ্রিয়। তাই আমি চাইবো শহর জুড়ে আরো বেশি করে প্রতিযোগিতা হোক। এদিন মেয়র গৌতম দেব ঘন্টাখানেক ক্যারাম খেললেন। তার খেলার প্রশংসা করলেন উদ্যোক্তারা। এদিন ক্যারাম খেলতে এসেছেন, জলপাইগুড়ি রায়গঞ্জ এবং কোচবিহার থেকে আসা প্রতিযোগিরাও। মেয়র এদিন জানান , তিন দিন ধরে চলবে এই প্রতিযোগিতা। বিজয়ী এবং বিজিতকে নগদ টাকা এবং ট্রফি প্রদান করা হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন