রবিবাসরীয় সাহিত্যের বেহালার দিন প্রতিদিন - পদ্যসায়র / সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের অন্য এক অমর সৃষ্টি

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা             

   


শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনায়।
 "তপন উবাচ" তে  শুরু হয়েছে  সাহিত্যের ক্যানভাসে প্রকৃতিকে অন্য রূপে ধরে রাখা   ' পদ্যসায়র  ' নিয়ে , আরো নতুন অনুভূতি আপনাদের সঙ্গে ভাগাভাগি করার  জন্য তাঁর নবতম সৃষ্টির উপস্থাপনা ।

                         পদ্যসায়র  /   ১    


তপন উবাচ


আলোকচিত্র : শান্তনু চক্রবর্তী

পশলা বৃষ্টির পর রামধনু উঠেছিল চুপচাপ
মিলিয়ে যাওয়ার আগে গাছটার ডালে
এক-বেলচা রং ছুঁড়ে রেখে গেছে টিপছাপ।

                         পদ্যসায়র  /  ২     


আলোকচিত্র : ডা অরূপ গুহ


হেঁটে যাচ্ছি লাগাতার যতদূর গেছে এই পথ
শুকনো পাতার রাশি
       শব্দ করে ভাঙে পায়ের তলায়
অজানিতে লেখা হচ্ছে 
    চলার পথের চিহ্নখত।

                         পদ্যসায়র  /   ৩     


আলোকচিত্র : ডা অরূপ গুহউদ্ধারণপুরের ঘাট

আনমনা, একাকী মুহূর্তে কখনও বা মনে হয়
      এ জীবন ঠুলি-পরা, একঘেয়ে
যদি বা এমন হত কিছুদিন শুধু পাখি হব
      স্বাধীন কলমে যাব গান গেয়ে।

মন্তব্যসমূহ

  1. How to play Emperor Casino | Shootercasino.com
    You can play on the online casino and enjoy your favorite games for free, so you don't have to be 인카지노 a huge choegocasino fan of the 제왕 카지노 games, as the

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন