উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 এই মুহূর্তের খবর ঝলকঃ

মমতার উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন, বিজেপি'কে নাম  না করে  এক হাত , সোস্যাল মিডিয়ায় ভুয়ো খবরের বিরুদ্ধে কড়া ব্যবস্থার কথা 



কুশল দাশগুপ্ত,  শিলিগুড়ি,৩০ সেপ্টেম্বরঃ প্রায় আটমাস পর উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার উত্তরকন্যায় আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।এদিকে বুধবার দার্জিলিং,কালিম্পং এবং কোচবিহার নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।উপস্থিত ছিলেন তিন জেলার জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।

এদিনের বৈঠকে ফের একবার সাধারণ মানুষকে কোভিড প্রোটোকল মেনেই দুর্গোৎসবে সামিল হওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী।বলেন, ‘উৎসব হলেও সাবধান থাকতে হবে।কোভিড প্রোটোকল মেনে চলতে হবে।বিসর্জনে লোক কম থাকবে।চারদিন বিসর্জন হবে।লক্ষী পুজোর আগের দিন অবধি বিসর্জন দেওয়া যাবে’

পাশাপাশি ফের একবার সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভুয়ো খবরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন মুখ্যমন্ত্রী।পুলিশ-প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দেন তিনি।মুখ্যমন্ত্রী বলেন, ‘মানসিক সন্ত্রাস চলছে। টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।মিথ্যা কথা লিখে ছড়াচ্ছে দাঙ্গা।আইসি-দের একটু সক্রিয় হতে হবে’।

এদিকে দ্বিতীয় দফার প্রশাসনিক বৈঠকে নাম না করে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, ‘যারা বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলছেন তারা একবার উত্তরপ্রদেশ,গুজরাতের দিকে তাকান’।

 প্রশাসনিক বৈঠক থেকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি পাহাড়ে উন্নয়নের জন্য জিটিএ’কে ১৭৫ কোটি টাকা দেওয়া হয়।এছাড়াও রাজবংশী ভাষা অ্যাকাডেমিকে ৫ কোটি ও রাজবংশী কালচারাল উন্নয়ন বোর্ডকে ১০ কোটি টাকা দেওয়া হয়।


মন্তব্যসমূহ