সাহিত্যের দিন প্রতিদিন

 



আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।



                                  শাইকু



তপন বিরচিত


ভিড়ের মধ্যে খুঁজি সেই মুখ ডেকে গিয়েছিল কাকভোরবেলা

এত যে খুঁজছি কোত্থাও নেই বলেছিল ' দেখা হবে নিশ্চয়ই'

'ভিড় ঠেলে ঠেলে অভিমান হল কেন বলো তার এত হেলাফেলা'

একজীবনে সব পেতে নেই কিছু না-পাওয়াও মেনে নিতে হয়।

আলোকচিত্র  : মানসী বন্দ্যোপাধ্যায়

মন্তব্যসমূহ