কলকাতার দিন প্রতিদিন

 এই মুহূর্তের খবর ঝলকঃ 


করোনা নেগেটিভ ফেলুদার 



বিশেষ প্রতিনিধি, কলকাতা , ১৫ অক্টোবরঃ কেমন আছেন অপু ? কয়েকদিন ধরেই আপামর বাঙ্গালীর কাছে একটাই প্রশ্ন। কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে একটি বেস্রকারি হাসপাতালে ভর্তি হবার পর থেকেই । তাঁর গুণগ্রাহী থেকে আপামর বাঙ্গালীর উদ্বেগ বাড়তে থাকে। নদিয়ার সেই ছেলেটি, যে বাংলা সাহিত্য নিয়ে সফলতার সঙ্গে পড়াশোনা করেছিলেন, যার হয়ত বা অধ্যাপক হবার একটা সম্ভাবনাও ছিল। কিন্তু তা না হয়ে , বেছে নিলেন অভিনেতার জীবন। এটা হয়ত বা একটু বিস্ময়।  শিশির ভাদুরির অভিনয় দেখে ভালো লেগে যাওয়া। আর রক্তের মধ্যে থাকা পারিবারিক নাট্য চর্চার বিষয় তাঁকে টেনে নিয়ে এল এই জীবনে।  অনেকটা পথ। পদ্মভূষণ , লিজিয়ন দ্য অনার, চলচিত্রের জাতীয় পুরস্কার তাঁর ঝুলিতে। ১৯৫৮ সালে রেডিওর একজন সামান্য ঘোষককে জহুরী সত্যজিৎ রায় আবিস্কার করেছিলেন তাঁর ছবি অপুর সংসারের জন্য। তাঁর ৩৪ টি ছবির মধ্যে ১৪ টি ছবিতেই আছেন সৌমিত্র। আজো তাঁকে ছাড়া ভাবা যায় না ফেলুদা। সেই সোনার কেল্লা থেকে। ৮৬ বছরের কোনির ক্ষিরদা  যেন নিজেকেই বলছেন , ফাইট সৌমিত্র , ফাইট।

কেমন আছেন সৌমিত্র ?  এখন বেশ ভালো। স্বস্তির খবর তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ। তিনি এখন অনেকটাই ভাল। হাসপাতালের একটি সুত্র বলছে , তাঁর আগের থেকে অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে এখন তাঁর অন্য রোগের চিকিৎসা শুরু হয়েছে ।   ( ছবি সৌজন্যঃ সোশ্যাল মিডিয়া) 

মন্তব্যসমূহ