রাজ্যের দিন প্রতিদিন

 খবর ঝলকঃ 

গান্ধী জয়ন্তীর সকালে গান্ধীজি গলায় পেলেন না মালা, বেদি সাজলো ফুলওয়ালির শ্রদ্ধায় 


 
সমীরণ দাস , ২ অক্টোবরঃ  আজ ২রা অক্টোবর  মহাত্মা গান্ধীর ১৫১তম জন্মজয়ন্তী। সারা পৃথিবীতে অহিংসা দিবস হিসাবে পালন করা হয়। সারা রাজ্যে শ্রদ্ধায় পালিত হচ্ছে জাতির জনকের পুণ্য জন্মদিবস। 

 বেহালার শিমুলতলা বাজারে সকালে গান্ধীজির মূর্তিটি পেলো না একটা মালা । বেহালাতে বহু নেতা,মন্ত্রী, খেলোয়াড়, নামীদামি নায়ক নায়িকা থাকা স্বত্বেও সকালে পেলেন না একটা মালা । বাজারের এক দোকানি বাপ আর ছেলে মিলে গাঁদা ফুলের মালা দিয়ে পাদানী  সাজিয়েছেন। এক দোকানি বললেন সকাল থেকে কোনো নেতা মন্ত্রীর দেখা নেই, আপনারা যদি একটু খোঁজ খবর করেন তাহলে যদি একটু মালা পায়। বেহালার দিন প্রতিদিনের পক্ষ থেকে খোঁজ নেওয়া হলে জানা যায়। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে মাল্যদান করা হবে তবে সময় জানা নেই।" ১১৭নং জাতীয় সড়কের পাশে এই মুর্তিটি খবর প্রকাশের পর ফুলমালায় ভরে উঠুক এই কামনাই করি" বললেন স্থানীয় বাসিন্দা শুভাশিস। শান্তির দূত মহাত্মা গান্ধীর ১৫১তম জন্ম জয়ন্তী শান্তিপূর্ণ ভাবে পালিত হোক এই কামনাই করি। 


 

মন্তব্যসমূহ