উত্তরবঙ্গের দিন প্রতিদিন

খবর ঝলকঃ

উত্তরবঙ্গের প্রতিটি পুজোর আয়োজনে করোনা সচেতনতাই মুল ভাবনা 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২২ অক্টোবরঃ   হাইকোর্টের নির্দেশ অনুসারে দর্শকশূন্য থাকবে পুজো মন্ডপ, দূরত্ব মেনে দর্শনার্থীদের  প্রতিমা দর্শন  করতে হবে।শুধু তাই নয় সংক্রমন রুখতে পুজো কমিটিগুলিতে  সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করতে হবে।এমন নির্দেশের পর বাড়িতে বসেই ভার্চুয়ালি দর্শনার্থীদের পুজো দেখানোর ব্যবস্থা করেছে সেন্ট্রাল কলোনি দূর্গা পুজো কমিটি।এতে অনেকটাই ভিড় কমবে বলে আশা প্রকাশ করেছেন তারা। বুধবার একটি সাংবাদিক বৈঠকে পুজো কমিটির  সভাপতি  কাঞ্চন রায় জানান, হাইকোর্টের নির্দেশ মেনে এবারে  তাদের পুজো  মন্ডপে দর্শকদের  প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।কেউ পুজো দেখতে চাইলে তা  ইউটিউব এর মাধ্যমে সরাসরি দেখতে পাবে।ইউটিউব এ সেন্ট্রাল কলোনি দূর্গা পুজো সার্চ করে সরাসরি পুজো উপভোগ করতে পারবেন দর্শকরা।শুধু তাই নয়  সিঁদুর খেলাও বন্ধ রাখা হয়েছে।

পর্যটন মন্ত্রী গৌতম দেব বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করলেন। তিনি এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে  বলেন , মানুষকে আরো সচেতন হতে হবে। নইলে জাতিকে বাঁচানো সম্ভব নয়। 



এবারের পূজোতেও করোনাকে নিয়ে সতর্কবার্তা । শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ড কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্ত।নিজে দূর্গা পূজোর উদ্বোধনে এসে উদ্যেক্তাদের হাতে তুলে দিলেন মাষ্ক এবং সানেটাইজার।তিনি জানালেন ঐটাই সবচাইতে জরুরী এখন। আমাদের সবাইকে সাবধানে থাকতে হবেপূজো দেখবো , তবে নিজেদের বাচিয়ে। 

মন্তব্যসমূহ