উত্তরেবঙ্গের দিন প্রতিদিন

খবর ঝলক 


জাতীয় সড়কে ৬ কিলোমিটার  এক স্কুটিকে হিঁচড়ে নিয়ে গেল লরি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্কুটির আরোহী




নিজস্ব সংবাদদতা, আলিপুরদুয়ার, ৬ অক্টোবরঃ   ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার ২ নং ব্লক ৩১ নং জাতীয় সড়কের চেপানি হল্ট এলাকায়। বুধবার আলিপুরদুয়ারে চিকিৎসা করাতে আসেন কামাখ্যাগুড়ি এক দম্পতি। ডাক্তার দেখিয়ে আলিপুরদুয়ার জেলার ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ আসাম গামী একটি নাগাল্যান্ডের লরি চেপানি হল্ট এলাকায় স্কুটির পেছনে সজোরে ধাক্কা মারে। ঢাকাকে স্কুটি থেকে ছিটকে পড়ে যান ওই দম্পতি। স্কুটিতে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করতে থাকে ঘাতক লরিটি। প্রত্যক্ষদর্শীদের একজন ওই ঘাতক লরীর পিছু করে। ঘাতক লরিটি স্কুটিটিকে চেপানি হল্ট থেকে চেপানি চৌপতি পর্যন্ত ৬ কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায়। এলাকার বাসিন্দারা অবশেষে চেপানি চৌপতি এলাকায় ঘাতক লরিটিকে আটক করে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। জানাগেছে শামুকতলা রোড আউটপোস্ট পুলিশ পৌঁছে ক্ষতিগ্রস্ত স্কুটি এবং ঘাতক লরিটিকে উদ্ধার করে। জানা গিয়েছে ঘাতক লরির চালককে আটক করেছে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ। জানা গেছে স্কুটিতে থাক দুই আরোহীকে কামাখ্যাগুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।

মন্তব্যসমূহ