উত্তরবঙ্গের দিন প্রতিদিন

খবর ঝলকঃ 

 শিলিগুড়িতে অন্নহীন মানুষের মুখে দুমুঠো তুলে দেবার প্রচেষ্টা 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১০ অক্টোবরঃ   করোনা পরিস্তিতিতে আমাদের মধ্যে থাকা সিংহ ভাগ মানুষের আর্থিক অবস্থা একেবারে নিম্নস্তরে।এদ্র মধ্যে অনেকেই আজ রুজি রোজগারহীন। তাঁদের দুবেলা ,  দুমুঠো অন্নের সংস্থান করতেই আজ হিমসিম খেতে হচ্ছে। এই পস্তিতিতিকে সামাল দিতে সবাই মিলে চেষ্টা করে চলেছেন। যদিও অপ্রতুল তবুও কিছু মানুষের কাছে তো পৌছে দেওয়া যাচ্ছে সামান্য কিছু। তাঁদের হাতে  রোটারি ক্লাবের পক্ষ থেকে সেই সামান্য কিছু তুলে দেওয়া হল। শিলিগুড়ি রোটারী ক্লাবের পক্ষ থেকে, শিলিগুড়ি ১৪নম্বর ওয়ার্ডের মাননীয়া কোর্ডিনটর, ১৪ ওয়ার্ডের সভাপতি বিশ্বময় ঘোষ এছাড়াও ১৪ ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের  কর্মী দের উদ্যোগে  এই মহান কাজ সম্পন্ন হয়েছে।ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য সুদীর্ঘ দিন লকডাউন প্রক্রিয়ার জন্য মানুষের অর্থ নীতি তলানী তে চলে গেছে ,যদিও আনলক প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু মানুষের অর্থনীতি হাল ফেরানি ।তাই এই পরিস্থিতি মধ্যে মাননীয়া ১৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর শ্রীমতি শ্রাবণী দত্ত ওই ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি বিশ্বময় ঘোষের এরকম  উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওয়ার্ডের মানুষজন।

মন্তব্যসমূহ