সাহিত্যের দিন প্রতিদিন

 


 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।

                                             শাইকু


তপন বিরচিত


তুমি বলেছিলে কোনও একদিন আগাম ভাবনা না-ভেবে

বেরিয়ে পড়বে লোটাকম্বল কাঁধে তুলে নিয়ে শুধু দোকা

পথে খু্ঁজে পাবে মোহরের থলি প্রকৃতি সেদিন যা দেবে

পাওয়াও গেল ফুটে আছে গাছে রডোডেনড্রন থোকা- থোকা।

( আলোকচিত্র  : তনুশ্রী পাল , সিকিম ) 

মন্তব্যসমূহ