সাহিত্যের দিন প্রতিদিন

 


 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।



                                  শাইকু


তপন বিরচিত


কোথায় রয়েছ তুমি, তেপান্তর মাঠের ওপারে

রাজপুত্র নই আমি, পাখিবেশে উড়ে ধানখেতে

চরাচরে, পৃথিবীতে, গ্রহান্তরে যাই বারেবারে

খুঁজে পেতে নয়, বাঁচি খোঁজার আনন্দটুকু পেতে।

আলোকচিত্র  মানসী বন্দ্যোপাধ্যায়

মন্তব্যসমূহ