উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 

এই মুহূর্তের খবর ঝলকঃ 

করোনা আবহে পুজোতে পর্যটকদের কথা মাথায় রেখে  শৈল শহরে জারি হতে পারে কিছু নিষেধাজ্ঞা  

 


কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১০ অক্টোবরঃ পুজো সেই অর্থে আর বাকি মাত্র দশ দিন। ইতিমধ্যেই শৈল শহর দার্জিলিং এর পথে পা বাড়িয়েছেন বেশ কিছু পর্যটক। পুজোর কটাদিন বিশেষ করে সেই ভাই ফোঁটার পর পর্যন্ত পর্যটকদের একটা বড় ঢেউ যে আছড়ে পড়বে এই শৈল শহর ও তার আশে পাশে সেটা আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। অন্য দিকে রয়েছে শিলিগুড়িতে অনেক গুলি বড় পুজোর আয়োজন।  ফলে প্রশাসনের কাছে মাথাব্যাথা প্রবল হয়ে দেখা দিয়েছে করোনা সংক্রমণের গ্রাফের কোন পরিবর্তন সে রকম না হওয়ায় । জানা গেছে  একটু অন্য ভাবে চিন্তা করতে চলেছে জেলা প্রশাসন।   

  শিলিগুড়িতে করোনা আক্রান্ত বেড়েই চলেছে।গতকাল শিলিগুড়িতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে সাতাশি জন।এর মধ্যে দিশান এবং চ্যাং হাসপাতালে সমসংখক আক্রান্ত ভর্তি হয়ে আছেন।শিলিগুড়িতে করোনা রোগীর ভর্তি হওয়াকে কেন্দ্র করে রোজই তৈরী হচ্ছে নানান ঝামেলা।এর মধ্যে দিশান হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠে আসছে রোজই।রোজই বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা আর সমস্যার তৈরী হচ্ছে ভর্তি হওয়াকে কেন্দ্র করে।এর মধ্যে শিলিগুড়ির ডাক্তারেরা ঠিকমত চিকিৎসা করছেন না বলে অভিযোগ করছেন রোগীরা।খাবার নিয়েও সমস্যার সৃষ্টি হচ্ছে শিলিগুড়িতে যা এতদিন ধরে শিলিগুড়িতে শোনা যায় নি।খাবারের গুনগত মান নিয়েও অভিযোগ করছেন রোগীরা।অন্যদিকে কতৃপক্ষের জবাব এতদিন ধরে তো ভাল খাবারই দেওয়া হচ্ছিলো,দুদিন একটু সমস্যা তৈরী হয়েছে এতে হৈচৈ এর কিছুই নেই।এদিকে পূজোর সময় শিলিগুড়িতে কি ভাবে ভীড় এড়ানো যাবে তা নিয়ে বৈঠকে বসতে চলেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।পূজোর সময় যাতে আক্রান্ত না বাড়ে তা নিয়েও চিন্তায় স্থানীয় পুলিশ প্রশাসন।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পূজোর ভীড় এড়াতে নানা নিষেধাজ্ঞা জারী করা হতে পারে।বাড়ছে আক্রান্ত তাতে পূজোর আনন্দ যাতে ঠিকমত সবাই করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবে শিলিগুড়ি পুলিশ।

মন্তব্যসমূহ