উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 এই মুহূর্তের খবর ঝলকঃ

করোনার সংক্রমণ , বন্ধ শিলিগুড়ি কোর্ট 



 নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৫ অক্টোবরঃ করোনা সংক্রমন শিলিগুড়ি কোর্টেও।গতকাল শিলিগুড়ি কোর্টে তিনজনের করোনা সংক্রমনের পরে উনিশ তারিখ পর্যন্ত বন্ধ করে দেওয়া হল শিলিগুড়ি কোর্ট।তিনজনের করোনা হবার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ি কোর্টে।মুহুর্তের মধ্যে কোর্ট ফাকা করে দেওয়া হয়।জানা গেছে আপাতত উনিশ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে শিলিগুড়ি কোর্ট।সিভিল এবং ক্রিমিনাল কেস বন্ধ থাকবে।কোথা থেকে এই সংক্রমন ছড়িয়ে পড়ল তাই নিয়ে গতকাল আলোচনা হয়েছে শিলিগুড়ি কোর্ট।বহুদিন থেকেই করোনার কারনের জন্য কোর্টের সমস্ত কাজকর্ম স্থগিত থাকছে।সংক্রমনের কারনে বহু কাজই বন্ধ।তা হলেও কিভাবে এই সংক্রমন ছড়ালো তা নিয়ে আপাতত আলোচনা চলছে।তবে উনিশ তারিখ পযর্ন্ত না আরো আগেও এই বন্ধ চলবে তা নিয়ে আলোচনা চলছে শিলিগুড়ি কোর্টে।তবে যতদিন না পযর্ন্ত নিশ্চিত হওয়া যাবে ততদিন কোন কাজ হবে না শিলিগুড়ি কোর্টে।কোর্টে আজ থেকে সানেটাইজ করা হবে তিনদিন ধরে।এর পর যদি সংক্রমন বাড়ে তবে কোর্ট অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

মন্তব্যসমূহ