উত্তরবঙ্গের দিন প্রতিদিন

এই মুহূর্তের খবর ঝলকঃ 

শিলিগুড়িতে করোনা সংক্রমণ না কমায় চিন্তিত প্রশাসক অশোক ভট্টাচার্য 



নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২ অক্টোবরঃ শিলিগুড়িতে সেভাবে করোনার সংক্রমণ  সেভাবে  না বাড়লেও , সঙ্ক্রমিত হবার খবর কিন্তু আস্তেই থাকছে।   করোনার কারনে বাড়ছে মৃত্যু।আতঙ্ক ছড়িয়ে পড়ছে শিলিগুড়িতে।মৃত্যু কমছে না শিলিগুড়িতে।গতকালও করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়িতে মৃত্যু হয়েছে তিন জনের।এর মধ্যে দিশান হাসপাতাল একজন এবং চ্যাং  হাসপাতালে দুজন।শিলিগুড়িতে মৃত্যুর হার না কমায় চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ।প্রায় ছয় মাস হলেও কমছে না করোনা এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা।রোজই আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ,আর এটাই চিন্তা বাড়িয়েছে সাধারণ মানুষের মনে।করোনাতে আক্রান্ত হয়ে যাচ্ছেন মানুষ আর বিভ্রান্ত হচ্ছেন বহু সাধারণ মানুষ।আর বিতর্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।সব মিলিয়ে এখনো করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা না কমায় দুশ্চিন্তায় সাধারণ মানুষ ।শিলিগুড়ির প্রশাসক অশোক ভট্টাচার্য জানিয়েছেন পুরসভা আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে,কিন্তুু রাজ্য সরকার সাহায্য না করলে কি করা যাবে।

মন্তব্যসমূহ