উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 খবর ঝলকঃ

উত্তরবঙ্গের রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবির 




 সজল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১৩ অক্টোবরঃ   রক্তদান হল জীবন দান। এক বোতল রক্ত মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে। কিন্তু গত  ৭  মাস ধরে করোনা মহামারীর কারণে দেখা গেছে রক্তের সংকট। রক্তদান শিবির গুলো যে পরিমাণ হওয়া দরকার সেই পরিমান হচ্ছেনা শিলিগুড়ি শহরে। রক্তের সংকট মেটানোর জন্য আজ শিলিগুড়ির হায়দার পাড়ায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রচুর মানুষ আজ এখানে রক্ত দান করেন । এছাড়াও এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল দলে যোগদান  করেন ১০০ জন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন  পর্যটন মন্ত্রী গৌতম দেব । 

মন্তব্যসমূহ