দিন প্রতিদিন বিশেষ

 

আজকের বিশেষ দুর্গা মাস্কঃ


শারদোৎসবের এবারের ফ্যাশন -   দুর্গা মাস্ক 


বিশেষ প্রতিনিধি , কলকাতা, ৪ অক্টবরঃ বর্তমানে সারা পৃথিবীতে জীবনের অঙ্গ হয়ে উঠেছে মুখ ঢাকা একটি আবরণী। সিধে কথায় মাস্ক। সেই ১৯১৮ সালের স্প্যানিস ফ্লুর মহামারীর সময় থেকেই, ভাইরাস সংক্রমণ আটকানোর জন্য এই আবরণী দিয়ে মুখ ঢাকবার জন্য মানুষকে বলা হতে থাকে। তাঁর কারণ ছিল ,ওই ভাইরাস মুখ অথবা নাক দিয়েই শরীরে প্রবেশ করে। ২০২০র করোনা মহামারীর সময়ে এই মাস্ক অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে সংক্রমণ থেকে রক্ষা পাবার জন্য।

সারা বিশ্ব এখন এই অত্যাবশ্যকীয় মাস্ককে ফ্যাসন, প্রচার সমেত সব কিছুতেই ব্যবহার করছে । ইতিমধ্যে ভারতে এসে গেছে ডিজাইনার মাস্ক। মুম্বাই, দিল্লী ও আমাদের কলকাতাতেও তৈরি হচ্ছে নানাধরণের ডিজাইনার মাস্ক। সেই মাস্কে সোনা থেকে হিরে সব থাকছে। তবে বিশেষ দুর্গাপুজওর জন্য একেবারে এম্ব্রয়ডারি করা দুর্গা আবাহন মাস্ক মনে হয় দেখা যায়নি। গত কয়েকদিন আগে শহরের এক বুটিক বানিয়েছে সুন্দর এম্ব্রয়ডারি করা দুর্গা মাস্ক। যারা ফ্যাসন সম্পর্কে একটু সচেতন। তারা একেবারে কে এন ৯৫ গুণ মানের এই দুর্গা মাস্ক নেতে পারেন।কোথায় পাওয়া যাবে ? তার হদিশ খুজে বার করুন আপনারাই। আর দাম একেবারে সাধ্যের মধ্যেই।

মন্তব্যসমূহ