উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 খবর ঝলকঃ 

শিলিগুড়ির লোয়ার বাগডোগরা এলাকায় জমির পাট্টা প্রদান 



নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ১৭ অক্টোবরঃ দীর্ঘদিন ধরে বংশ পরম্প্রায় বসবাস করে আসছিল বেশ কয়েকটি পরিবার। এতদিন তাঁদের ঠিকানার কোন স্থায়ী পরিচিয় ছিল না। বহুদিন ধরেরি তারা দাবি জানিয়ে আসছিলেন তাঁদের জমির পাট্টা স্বত্ত দেওয়া হোক। সেই দাবি এবার পুরণ হল।

  শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি এলাকার লোয়ার বাগডোগরা অঞ্চলে ১৮ জনকে জমির পাট্টা আজ দেওয়া হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকশালবাড়ির অঞ্চলের বিডি ও, এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির বিভিন্ন আধিকারিক রা। পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন এই অঞ্চলের মানুষেরা বহুদিন ধরে জমির পাট্টা নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল তাদের কথা মাথায় রেখেই আজ নকশালবাড়ি লোয়ার বাগডোগরা অঞ্চলে ১৮ জন সাধারণ মানুষকে  জমির পাট্টা দেওয়া হয়।

মন্তব্যসমূহ