কলকাতার দিন প্রতিদিন

 

এই মুহূর্তের খবর ঝলকঃ

দুই দৃষ্টিহীন ভাই বোন লড়াই করতে শেখাচ্ছেন , তাদের মত অন্য ভাই বোনেদের 





বিশেষ প্রতিনিধি , শিলিগুড়ি , ২০ অক্টবরঃ   দুই ,ভাই আর বোন। সোমনাথ আর সোনালী। জন্মলগ্ন থেকেই তাদের লড়াই অস্বাভাবিকতার বিরুদ্ধে। তারা দুজনেই জন্ম থেকেই পৃথিবীর যাবতীয় সৌন্দর্যকে চাক্ষুষ করে উপভোগ করা থেকে বঞ্চিত। বাবা চাকরি করতেন জেলা পুলিশে। ছেলে মেয়ের প্রতিবন্ধকার জন্য তাঁকে ছাড়তে হয়নিজের বাড়ি। হঠাত একটি তিনি কর্মরত অবস্থায় চিরতরে চলে যান। এরপর তাদের মা , দুই দৃষ্টিহীন সন্তানকে নিয়ে এক অন্য লড়াইতে নামেন। সে লড়াইয়ের কথা না হয় অন্য সময়ে বলা যাবে। তাদের মায়ের লড়াই সার্থক করে, সোনালী আজ একজন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সোমনাথ আজ কর্মরত লালবাজারে, পুলিশে। সোমনাথ সোনালীর স্বপ্ন , তাদের মত দৃষ্টিহীন ভাই বোন্দের পাশে দাঁড়ান। তারা যে অসুবিধাগুলির মুখোমুখি হয়ে জীবনের লড়াই লড়েছে, সেই অভিজ্ঞতা দিয়ে অন্যেদের লড়তে শেখানো।

 তারা একটি সংগঠন গড়ে তুলেছে। নাম দিয়েছে দৃষ্টি। এই করোনা অতিমারীতে তারা সামান্য ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে , কর্মহীন মানুষের হাতে। এর আগে তারা হুইল চেয়ার থেকে বই , সব তুলে দিয়েছে পড়ুয়াদের হাতে। সোমনাথ পানি আর সোনালী পানি চান রাজ্যের সমস্ত পড়ুয়াদের হাতে অডিও বুক তুলে দিতে। সেই লক্ষ্যেই তারা এগোচ্ছেন। 

এবার তারা এই পুজোয় নতুন জামা কাপড় তুলে দিল , তাদের দৃষ্টিহীন ভাই ও বোনেদের হাতে। 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন