কলকাতার দিন প্রতিদিন


এই মুহূর্তের খবর ঝলকঃ

 বেহালার শকুন্তলা পার্কে আধুনিক বাজারের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী 


নিজস্ব প্রতিনিধি , কলকাতা , ২ অক্টোবরঃ  বেহালার মানুষ বলে, আজ থেকে দশ বছর আগেকার বেহার সঙ্গে , আজকের বেহালার আকশ পাতাল তফাৎ। আজকের বেহালা আধুনিকতায় মুড়ে গেছে অনেকটাই। রাস্তা ঘাট , থেকে পরিবেশ সবটাই পাল্টেছে। দীর্ঘদিন ধরে বেহালার বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। তার আমলেই বেহালায় হয়েছে অনেক কিছু। শিক্ষা থেকে স্বাস্থ্য সব জায়গাতেই আজকের শিক্ষামন্ত্রী   , সেই সেদিনের বেহালাকে ভালোবেসে ফেলার মধ্যে দিয়ে যেমনটি ছিলেন,আজো আছেন। খুব শিগগির বেহালার মানুষের বহুদিনের চাওয়া , একটি বি এড কলেজ, সেটি সরসুনায় হচ্ছে। আজ জাতির জনকের জন্মদিনে তিনি এক সময়ের এঁদো গ্রাম , আজকের  শহরতলীর অন্যতম অভিজাত এলাকা বলে পরিচিত, শকুন্তলা পার্কে একটি আধুনিক বাজারের প্রথম পর্যায়ের   সুচনা করলেন। 

 জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী এর শুভক্ষণে আজ বেহালা শকুন্তলা পার্ক বাসস্ট‍্যান্ড  সংলগ্ন মার্কেট কমপ্লেক্সের প্রাথমিক পর্যায়ের শুভ উদ্বোধন হল । এই বাজারের শুভ উদ্বোধন করেন বিধায়ক ড. পার্থ চ‍্যাটার্জী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মন্ত্রী, কৃষি ও বিপণন বিভাগের শ্রী তপন দাসগুপ্ত এবং সঙ্গে উপস্থিত ছিলেন বেহালা পশ্চিমের সমস্ত পৌর সমন্বয়কারী সহ সমাজের বিশিষ্ট মানুষজন। 

মন্তব্যসমূহ