উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 খবর ঝলকঃ  

 না জানিয়ে অতিরিক্ত টাকা কেটে নিচ্ছে বেসরকারি ফাইন্যান্স কোম্পানি,অভিযোগ গ্রাহকদের



 নিজস্ব  সংবাদদাতা , শিলিগুড়ি , ১৪অক্টোবরঃ    গ্রাহককে আগাম  না জানিয়েই কাটা হচ্ছে অতিরিক্ত  লোনের টাকা।এই করোনা পরিস্তিতিতে খুবই বিপাকে পড়েছেন ঋণ গ্রহিতারা। এই অভিযোগ উঠেছে একটি বেসরকারি ঋণ দান কারি সংস্থার বিরুদ্ধে।  শক্তিগড়ের বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস জানান, ওই ফাইনান্স কোম্পানীতে তার কিছু টাকা লোন নেওয়া ছিল।তবে বিভিন্নভাবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ আনেন।এই বিষয়ে অফিসে কথা বলতে গেলে কোনোরকম সহযোগিতা তিনি পাননি বলে অভিযোগ।তার দাবি অফিস যাতে তার এই সমস্যার সমাধান করে এবং ভবিষ্যতে যাতে এভাবে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা না কাটা হয়। অন্যদিকে সুকান্তপল্লীর বাসিন্দা রাজা ধর জানান, লকডাউনে তাকেও এই ফাইনান্স কোম্পানির জন্য বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে।এরপরে তিনি সমস্ত টাকা শোধ করে দিলেও এখনও তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে যার ফলে রীতিমতো সমস্যায় পড়েছেন তিনি।এক্ষেত্রেও ওই ফাইনান্স কোম্পানির অসহযোগিতার কথাও জানান তিনি। এদিকে ওই ফাইন্যান্স কোম্পানির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তারা কিছু বলতে চাননি। 

মন্তব্যসমূহ