কলকাতার দিন প্রতিদিন

 খবর ঝলকঃ 


রণনীতির অস্ত্রে শান দিতে বুথ কর্মী সম্মেলন তৃণমূলের



বিশেষ সংবাদদাতা , কলকাতা , ১৬ অক্টোবরঃ   ভোট যত দরজায় কড়া নাড়তে শুরু করেছে। ততই সমস্ত রাজনৈতিক দল , তাদের সাংঠনিক শক্তিকে যাচাই করে নিতে শুরু করেছেন। এবারের নির্বাচন সামান্য হলেও সেই অর্থে আলাদা। শাসক দলের কাছে একেবারে নিরঙ্কুশ প্রাধান্য বজায় রেখে শাসন ক্ষমতাকে বজায় রাখার বিষয়টাতেও একটু হলে চিন্তার ভাঁজ ফেলেছে। এর কারণ আর কিছুই নয় , ঘাড়ের কাছে শক্তিশালী প্রতিপক্ষ নিঃশ্বাস ফেলছে। তাই বুঝে শুনে স্ট্র্যাটেজি ঠিক করে প্রতিটি পা ফেলতে হবে। সেই লক্ষ্যেই রাজ্যের শাসক দল বুথ ভিত্তিক কর্মীদের সম্মেলন করে সেই রণনীতিই ব্যাখ্যা করছেন। আর বাকি কয়েকটা মাস কিভাবে এই সব বুথ কর্মীরা , তাদের ঘুঁটিকে আরো শক্তিশালী করে কিস্তিমাত করতে পারবেন , সেটাও বিশ্লেসন করছেন এলাকার রাজনৈতিক নেতারা। বেহালা পর্ণশ্রীতে বিধায়ক ড. পার্থ চ‍্যাটার্জীর আহবানে বেহালা পশ্চিম তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব মূলক বুথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল। উপস্থিত ছিল সুব্রত বক্সী, দেবাশিষ কুমার, বৈশ্বানর চ‍্যাটার্জী, বেহালার সমস্ত পৌর সমন্বয়কারী ও দলীয় নেতৃত্ববৃন্দ। 

মন্তব্যসমূহ