উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 

এই মুহূর্তের খবর ঝলকঃ 

উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীরা অনশনে

 


 নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি , ১৩ অক্টোবরঃ  ভয়ানক করোনা পরিস্থিতিতে আচ্ছন্ন গোটা দেশ। স্তব্ধ হয়ে গিয়েছে মানুষের সাধারণ জীবনযাত্রা। কিন্তু তারপরও মানুষ চেষ্টা করছে বাঁচার মূলস্রোতে ফিরতে। সাধারণ মানুষের এই সময় সবচেয়ে কাছের বন্ধু হল ডাক্তার ও অস্থায়ী চিকিৎসা কর্মীরা। কিন্তু শিলিগুড়ির জনসাধারণের কাছে অত্যন্ত একটি খারাপ খবর আজ থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অস্থায়ী চিকিৎসা কর্মীরা তিন দিনের জন্য প্রতীকী অনশনে বসলো। আগামী ১৪ ই অক্টোবর পর্যন্ত তারা এই অনুষ্ঠান চালিয়ে যাবে বলে জানিয়েছেন। বেতন বৃদ্ধি, কাজের স্বীকৃতি প্রদান, কাজের স্থায়িত্ব এই দাবিগুলি নিয়ে আজ থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অস্থায়ী চিকিৎসা কর্মীরা অনশনে বসলেন। তাদের সংসার থেকে আরও জানানো হয়েছে তাদের দাবি-দাওয়া না মানলে আগামী দিনে তারা আবার অনশনে বসবেন। সত্যি এ রকম পরিস্থিতিতে অবিবেচকের মতো কিছু সংখ্যক মানুষের কার্যকলাপ সমাজকে ক্ষতির মুখে ফেলে দিচ্ছে।

মন্তব্যসমূহ