সাহিত্যের দিন প্রতিদিন

 


 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।



                                  শাইকু




তপন বিরচিত


কোথায় খুঁজছ বলো, আমি আছি একা, এইখানে

কোঁচড়ে রেখেছি কিছু নীল স্বপ্ন বৃতির ভিতর

মানুষমাত্রেই পায়চারি করে স্বপ্নের বাগানে

তুমি এলে সব স্বপ্ন পাপড়ি মেলে ভরে যাবে ঘর।

( আলোকচিত্র  : সুবল চন্দ্র পাঁজা )

মন্তব্যসমূহ