উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 খবর ঝলকঃ

নিজের এলাকায় কাজ দেখতে বেরিয়ে অসন্তুস্ট পর্যটন মন্ত্রী 


  নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ১২ অক্টোবরঃ     আজ রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব নিজের বিধানসভায় এলাকার রাস্তা সংক্রান্ত কাজ গুলো ঠিকঠাক হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে যান শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন ডেভেলপমেন্ট অথরিটি র অধিকারীদের সাথে নিয়ে। এলাকা পরিদর্শনে গিয়ে তিনি ক্ষোভে ফেটে পড়েন। কারণ যে  ঠিকাদার সংস্থা রাস্তা নির্মাণ তাছাড়া রাস্তা মেরামতের কাজ করছে  সেই কাজের মান খুব নিম্ন । মেস্টিক রাস্তাগুলো র পাথর  ফেটে বেরিয়ে এসেছে। মন্ত্রী গৌতম দেব বলেন যার ফলে সাধারণ মানুষের পথ চলতে খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও তিনি জানান যে ঠিকাদার সংস্থা এই কাজে ভার মানিয়েছে সেই সংস্থাকে কোন রকম টাকা পয়সা দেওয়া হবে না কারণ তাদের নিম্নমানের কাজের জন্য সাধারণ মানুষের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এবং তাদের নামের পাশে কালো দাগ দিয়ে দেওয়া হবে যাতে তারা ভবিষ্যতে আর কোনো কাজ না পায়। তবে ঠিকানা সংস্থা মন্ত্রী গৌতম দেবকে জানান কালীপুজোর আগে রাস্তা নির্মাণের কাজ ও রাস্তা মেরামতের কাজ সম্পন্ন হবে এ কথা শোনার পর মন্ত্রী গৌতম কিছুটা হলেও শান্ত হয়েছেন।

মন্তব্যসমূহ