উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 

এই মুহূর্তের খবর ঝলকঃ

শারদোৎসবে মানতেই হবে করোনা স্বাস্থ্য বিধি, ভার্চুয়াল সভায় কড়া নির্দেশিকা শিলিগুড়ি পুর প্রশাসকের 



সজল দাশগুপ্ত , শিলিগুড়ি , ১৫ অক্টবরঃ  হাতে আর মাত্র কয়েকটা দিন । তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব , শারদ উৎসব।  এ উৎসবে মেতে উঠবেসবাই । কিন্তু সেই মেতে ওঠার বিষয়ে নিতে হবে নানা সাবধানতা। কেননা এবার পরিস্তিতি একটু ভিন্ন।

   আজ শিলিগুড়িতে পৌরনিগমের প্রশাসন  অশোক ভট্টাচার্য , শারদ উৎসবের সময় শিলিগুড়ি শহর যাতে সুষ্ঠু ভাবে থাকে , তা নিয়ে পুরো নিগমের কোর্ডিনটর দের সাথে ভার্চুয়াল মিটিং করলেন । উৎসবের দিনগুলোতে যাতে শহরে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং সমস্ত রকম স্বাস্থ্যবিধি মানা হয় , তা নিয়ে ছিল এই ভার্চুয়াল মিটিং ।  পুরো নিগমের প্রশাসক  অশোক ভট্টাচার্য  আরো  জানিয়েছেন পুরো নিগমের পক্ষ থেকে পূজামণ্ডপগুলো কে স্যানিটাইজ করা হবে । এছাড়াও পূজামণ্ডপগুলোতে থাকবে ডেঙ্গু সচেতনতা ও করোনা সচেতনতা সংক্রান্ত পোস্টার । এছাড়াও প্রত্যেকটি পূজামণ্ডপে যাতে সামাজিক দূরত্ব বজায়  রেখে প্রবেশ ও প্রস্থান , আর সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মানা হয় । তার নির্দেশ দেওয়া হবে পুজো মণ্ডপ গুলি কে। 

মন্তব্যসমূহ