কলকাতার দিন প্রতিদিন

এই মুহূর্তের খবর ঝলকঃ 

কলিকাতা ইউনিভার্সিটি র সামনে রাস্তা তে শুয়ে পড়ে রাস্তা অবরোধ



নিজস্ব সংবাদদাতা, কলকাতা , ১৩ অক্টোবরঃ   পশ্চিমবঙ্গ কলেজ ক্যাসূয়াল এমপ্লয়িজ সমিতি র তরফ থেকে জানানো হচ্ছে যে, ' তাঁদের দাবি-সরকারী স্বীকৃতি দিতে হবে। সরকার আদেশ নামা ৩৯৯৮ এফ পি২ চালু করতে হবে। ৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা দিতে হবে। গত বছর ২৬-২৮ শে জুলাই,১৯  বিকাশ ভবনের সামনে অবস্থান করার পর বিধানসভায় গিয়ে মাননীয় শিক্ষা মন্ত্রীর সাথে আলোচনা হয় উনি কথা দেন তার পরও এক বছর হল কোন পদক্ষেপ নেই। ২৭-২৮ জানুয়ারি ২০ রাজ্য র সমস্ত ইউনিভার্সিটি র ভি সি দের ডেপুটেশন দেওয়া হয়।২৩ শে সেপ্টেম্বর ১৯ রামলীলা পার্ক ( মৌলালী) থেকে মিছিল করে নবান্নে ডেপুটেশন দেওয়া হয়। পুলিশ সেটি গ্ৰহন করেছিল।

আগামী কাল কলকাতার ২২ টি কলেজ থেকে ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে র সমস্ত কলেজ থেকে অসহায়ী কলেজ কর্মচারীরা   সমবেত হবে।

 রাজ্য র এই মুহূর্তে ৬ টি জেলায় অনশন চলছে। ৬ ই অক্টোবর থেকে শুরু হয়েছে। পূর্ব বর্ধমান, মালদা, দক্ষিন দিনাজপুর, বীরভূম, পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্ৰাম,ও আগামী কাল নদীয়া ও কলকাতা র বিক্ষোভ কর্মসূচি।১৪ তারিখ মুর্শিদাবাদ জেলায় ও পূর্ব মেদিনীপুর জেলার অনশন শুরু হচ্ছে।

একইসাথে আগামী ১৩/১০ জলপাইগুড়ি  জেলার অনশন কর্মসূচি।

মন্তব্যসমূহ