রাজ্যের দিন প্রতিদিন

 নবান্ন অভিযানে  হাওড়ার দিক দিয়ে পুলিশ বাধা দিলেও পিছপা হবে না কেউ, হুমকি অভিযান কারীদের


পার্থ শী , হাওড়া , ৮ অক্টোবরঃ   রাজ্যে গণতন্ত্র ফেরানো ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে আজ বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। হাওড়া ময়দান এবং সাঁতরাগাছিতে জমায়েত করে মিছিল শুরু হবে। এর আগে বুধবার দুপুরে কর্মসূচির আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে হাওড়ায় আসেন যুব মোর্চার রাজ্য সহ সভাপতি তাপস ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপির হাওড়া সদর সভাপতি সুরজিৎ সাহা, যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং প্রমুখ। তাপসবাবু দাবি করেন, বিভিন্ন দিক থেকে মিছিল করে নবান্ন অভিযান হবে। চারিদিক থেকে নবান্ন ঘিরে ফেলা হবে। নবান্নে আমরা পৌঁছাব। ভীড়ের নিরিখে অতীতের সব রেকর্ড আজ ছাপিয়ে যাবে। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব। পুলিশ বাধা দিলে আমরা পিছপা হব না। উল্লেখ্য,আজকের  নবান্ন অভিযান নিয়ে বুধবারই  হাওড়ার শরৎ সদনে পুলিশের তরফ থেকে বৈঠক হয়। সেখানে পুলিশের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ