কলকাতার দিন প্রতিদিন

 খবর ঝলকঃ

 হকারদের  উৎসব ভাতা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বেহালায় মিছিল 



নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ৩ অক্টোবরঃ  করোনা আবহে লকডাউনে হকার্সদের আর্থিক সঙ্কটে পড়তে হয়েছে। পূজোর আগে হকার্সদের দু'হাজার টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনার জন্য পূজোর বাজার খুব খারাপ। বিক্রি খুব সামান্য হচ্ছে   বেহালার সব বাজারে । বেহালা বাজারের অবস্থা খুবই খারাপ। জামা কাপড় বিক্রি না হওয়ার ফলে হকারদের আর্থিক অবস্থা খুবই মন্দা।এই উপলক্ষে ডায়মন্ড হারবার রোড হকার্স এসোসিয়েশনের সভাপতি শক্তি মন্ডলের নেতৃত্বে বেহালার হকার্সদের নিয়ে এক মিছিল বের হয়। শক্তি বাবু জানালেন ইতিমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে বেহালার হকার্সদের তালিকা তৈরি করা হয়েছে। এই অবস্থায় হকারদের মাথা পিছু ২০০০ টাকা রাজ্যসরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে। এই পদক্ষেপে হকাররা অনেকটা উপকৃত হল। তাই মমতা ব্যানার্জি কে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য হকার ইউনিয়নের সভাপতি শক্তি মন্ডলের উদ্যোগে কয়েকশো হকাররা এই মিছিল করলো, বেহালা হকার্স কর্নার থেকে মিছিল শেষ হল বেহালা ম্যান্টনে।

মন্তব্যসমূহ