সাহিত্যের দিন প্রতিদিন

 


 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।



                                  শাইকু


তপন বিরচিত


সেদিন বিকেলে প্রিন্সেপ ঘাটে বসে আছি তুমি আমি

দেখি দিনশিখা দৌড়ে দৌড়ে পার হচ্ছেন সেতু

জলে তাঁর ছায়া কায়াকে ধরতে স্রোতে ভেসে দ্রুতগামী

দুজনেরই তাড়া পার হওয়া চাই সন্ধে নামছে যেহেতু।

আলোকচিত্র  : চিরঞ্জীব মজুমদার

মন্তব্যসমূহ