এই মুহূর্তের খবর ঝলকঃ
নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ, ঘটনা ইসলামপুরের
নিজস্ব সংবাদদাতা,ইসলামপুর,০৫ অক্টোবর: উত্তর প্রদেশের হাথরসের পর এবার ইসলামপুরের নয়াবস্তি এলাকায় নাবালিকাকে অপহরন করে ধর্ষনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। গত ১ অক্টোবর থেকে নিখোঁজ হয়েছিল ইসলামপুরের নয়াবস্তির ওই নাবালিকা। নাবালিকার পরিবারের পক্ষ থেকে ইসলামপুর থানায় গত ১ অক্টোবর নাবালিকার নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।
গতকাল রবিবার সন্ধ্যারাত আচমকা ওই নাবালিকা দৌড়ে পালিয়ে ইসলামপুর রেগুলেটেড মার্কেট ইয়ার্ডের ফিস মার্কেট সংলগ্ন এলাকার দাদুর বাড়িতে পৌঁছায়। নাবালিকার কাছ থেকে বিস্তারিত জেনে পরিবারের অভিযোগ তাঁকে ইনজেকশন দিয়ে ধর্ষন করা হয়েছে। নাবালিকার হাতেও কাটা দাগ রয়েছে। গতকাল তাঁকে অভিযুক্ত মোটর বাইকে করে অন্যত্র কোথাও নিয়ে যাবার সময় সুযোগ বুঝে ওই নাবালিকা দাদুর বাড়িতে পালিয়ে আসে। নাবালিকা আসাতে পরিবারের তরফে ইসলামপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে নাবালিকা ও তাঁর পরিবারের অভিযোগ নথিভুক্ত করে নিয়ে গেলেও কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। গতকাল রাতে নাবালিকা অসুস্থতা বোধ করায় তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে। সবমিলিয়ে নাবালিকাকে অপহরন করে ধর্ষনের ঘটনায় শহরজুড়ে চাপা উত্তেজনা রয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন