উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 এই মুহূর্তের খবর ঝলকঃ

আসন্ন দুর্গাপুজা নিয়ে প্রশাসনিক বৈঠক , যথেষ্ট সাবধানতার  সঙ্গে পালন করতে হবে এই উৎসব , বললেন পর্যটন মন্ত্রী 



কুশল দাশগুপ্ত , শিলিগুড়ি , ৬ অক্টোবরঃ   সামনেই বাঙালি র শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব এরপর রয়েছে লক্ষ্মীপূজো, কালীপূজা, ছট পূজা সহ আরো অন্যান্য উৎসব সমস্ত উৎসব যাতে  সুষ্ঠুভাবে পালন করা যায় এই নিয়ে আজ শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে শিলিগুড়ি পুরো নিগমের ৩৩  টি ওয়ার্ডের পূজা কমিটির সদস্যদের নিয়ে একটি বৈঠক করা হয়। এই বৈঠকের মূল বিষয় ছিল ভয়াবহ করো না পরিস্থিতির মধ্যে উৎসব গুলি কিভাবে নির্বিঘ্নে করা সম্ভব হবে তা নিয়ে বিস্তর আলোচনা। এই বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক, কুলি নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মাননীয় রঞ্জন সরকার মহাশয়, ১৮  নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মাননীয় নিখিল সাহানি, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রশাসনিক অধিকর্তারা। এই বৈঠকের প্রধান অতিথি ছিলেন পর্যটন মন্ত্রী মাননীয় গৌতম দেব ।তিনি জানিয়েছেন  আবহে যথেষ্ট সাবধানের সাথে পালিত হচ্ছে দূর্গাপূজো।তাই আমরাও সাবধান হয়েই এগিয়ে চলেছি।দেখা যাক কতটা কি করা যায়।

মন্তব্যসমূহ