হাওড়া খবর ঝলকঃ
হাওড়ায় আমফান ঝড়ে ক্ষতিগ্রস্থদের নিয়ে আন্দোলনে বিজেপি
পার্থ শী , হাওড়া , ৬ অক্টোবরঃ আম্ফান ঝড় হয়ে গেছে প্রায় চার মাস হতে চলল। ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা হয়েছিল সেই সময়। এরপর সেই সাহায্য না পাওয়ার দলটা বেশ বাড়ছিল। প্রকৃত ক্ষতিগ্রস্থ যারা, তারা সাহায্য পাননি বলে অভিযোগ উঠেছে সারা রাজ্য জুড়ে। এমনকি স্বজন পোষণ নিয়েও অভিযোগের ঝুলিটাও ভরে উঠেছে। সেই দুর্নীতি চাপা দিতে আসরে নামতে হয়েছে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এবার ক্ষতিগ্রস্থদের নিয়ে আন্দোলনে বিজেপি। আমফান ঝড়ের ক্ষতিগ্রস্ত পরিবার গুলি সাহায্য তো পাইনি উল্টে দলবাজির শিকার হয়েছে । । গোটা হাওড়া জেলা জুড়ে এবার এদের নিয়ে আন্দোলন সংগঠিত করল বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির ডাকে সারা রাজ্যের ন্যায় হাওড়া সদর বিজেপির ডাকে বালি জগাছা বিডিও অফিসে অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি। উপস্থিত ছিলেন২ ও ৩ মন্ডলরের সভাপতি জেলা সম্পাদক অজয় মান্না ও জেলা সহ-সভাপতি যশোবন্ত সিং ও অন্যান্য কার্যকর্তারা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন