রবিবাসরীয় সাহিত্যের দিন প্রতিদিন

 

আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।



                                                      শাইকু




তপন বিরচিত


তুমি তখন একলা জেগে আমি ছিলাম অনেক দূরে

একশো পাল উড়িয়ে ফিরি পথ যেন আর ফুরোচ্ছে না

চিরকুটে যে-ঠিকানা লেখা সাকিন ও ডাক অচিনপুরে

খুঁজছি কত , পৌঁছোবই হোক না পথ যত অচেনা।

( আলোকচিত্র  : দেবারতি দত্ত ) 

মন্তব্যসমূহ