উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 এই মুহূর্তের খবর ঝলকঃ 

৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ আটক দুই চোরাচালান কারি 


নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ৩ অক্টোবরঃ বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গে সক্রিয় মাদকের চোরাচালানকারিরা।শুধু মাদক নয় সোনার মত জিনিষ ও চোরাচালাকারিরা পাচার করছে। এরা মুলতঃ বাংলাদেশ অথবা নেপাল এর মধ্যে আদানপ্রদান কারি। একটু সুত্র বলছে, শিলিগুড়ি হচ্ছে গেটওয়ে অফ নর্থ বেঙ্গল। আর  এই জায়গাটাকে কেন্দ্রকরেই হচ্ছে আদান প্রদান।পুলিশ নেশ সক্রিয় হয়ে ওঠায় , বাধ সেধেছে   এদের সব রকমের কাজ ও কারবারে। পুলিশি তৎপরতায় দরাও পড়ছে চোরাচালান কারিরা। গতকাল বিশাল অঙ্কের সোনা ধরেছে উত্তরবঙ্গের প্রশাসসাসন।আজ ৫০০ গ্রাম ব্রাউন সুগার সহ আজ দুজনকে গ্রেপ্তার করলো মাটিগাড়া থানার পুলিশ।দুজনের নাম সাকিব আলম এবং আখতার আলি।

জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাটিগাড়ার খাপরাইল মোড়ে অভিযান চালিয়ে একটি স্কুটিতে তল্লাশি চালানো হয়।সেই স্কুটি থেকেই উদ্ধার হয় ১০০ গ্রাম ব্রাঊন সুগার।ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে।

মন্তব্যসমূহ