কলকাতার দিন প্রতিদিন

খবর ঝলকঃ 


ন্যায্য বেতনের দাবিতে আন্দোলন ও পথ অবরোধ কলকাতা পুরসভার ঠিকা কর্মীদের 



নিজস্ব সংবাদদাতা , কলকাতা , ১৪ অক্টোবরঃ  আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বেতন বাড়ার কথা , কিন্তু বাড়েনি। এমনটাই অভিযোগ তুলে আন্দোলনে কলকাতা পুরসভার ঠিকা কর্মীরা।  নিজেদের বেতন বাড়ানোর জন্য এবার রাস্তায় নামলো কলকাতা কর্পোরেশনের ঠিকা কর্মীরা। প্রায় ১000 জন ঠিকা কর্মীরা  ঠাকুরপুকুর জোকা থেকে বেহালা KMC অফিস পর্যন্ত মিছিল করে আসে, এরপর তারা  বেহালা  KMC অফিসর সামনে বিক্ষোভ দেখায়। ডায়মন্ড হারবার রোডর এক সাইড অবরোধ করে ও বোরো ১৩ ও ১৪  তে ডেপুটেশন জমা দেয়। এই ঠিকা কর্মীরা বর্তমানে ৭২০০ টাকা বেতন পায়। তাদের বেতন ন্যুনতম১৮000 টাকা করতে হবে। যদি তাদের এই দাবি না মানা হয় তাহলে এর পর এই ঠিকা কর্মীরা পরিবারের সদস্যদের নিয়ে বৃহৎ আন্দোলনে নামবে বলে জানায়। ডায়মন্ড হারবার রোডের এক পাশ ৪০ মিনিট অবরোধ থাকে। আসে বিশাল পুলিশ বাহিনী। এরপর তারা অবরোধ তুলে নেয়। 

মন্তব্যসমূহ