উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 এই মুহূর্তের খবর ঝলকঃ

আবার প্রবল বর্ষণ শিলিগুড়িতে 


সজল দাশগুপ্ত , শিলিগুড়ি , ২ অক্টোবরঃ  শুক্রবার বিকালে মুষলধারে বৃষ্টি তে শিলিগুড়ির জনজীবন প্রবল ভাবে বিপর্যস্ত। সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সবাই অতিষ্ঠ হয়ে পড়েছেন এবারের বৃষ্টিতে,করনা পরিস্থিতির জন্য ব্যবসা  খুব খারাপ চলছে শিলিগুড়ি শহরে তালপুর এবার বর্ষা যেন বিদায় নিচ্ছে না শিলিগুড়ি শহর থেকে। কাগজে-কলমে কার্যত বর্ষা বিদায় নিয়েছে কিছুদিন আগে ব্যবসায়ী থেকে শিলিগুড়ি সাধারণ মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন কিন্তু শুক্রবার বিকালে মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য পরিচিতি সম্পূর্ণটাই পাল্টে গিয়েছে। অনেকে আবার বলছেন দুর্গা পূজার দিন গুলো তে শিলিগুড়ি শহরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।এরকম ভয়াবহ বৃষ্টি গত ২০ বছরে শিলিগুড়ি শহরে হয়নি। করোনা পরিস্থিতি ,  তারপর অবিরাম বর্ষণ শিলিগুড়ির জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে।

মন্তব্যসমূহ