উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 এই মুহূর্তের খবর ঝলকঃ 

শিলিগুড়িতে পুজোর প্রতিটি মন্ডপকে করোনার  সংক্রমণ এড়াতে দু বেলা স্যানিটাইজ করা হচ্ছে  



 নিজস্ব সংবাদদাতা , শিলিগুড়ি , ২০ অক্টোবরঃ   করোনা যাতে পূজোতে কোন বাধার সৃষ্টি করতে না পারে ,সেদিকে লক্ষ রেখে শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডের সব পূজো মন্ডপকে সানিটাইজ করালেন শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডের কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্ত । আজ সকাল থেকেই সানিটাইজ করতে শুরু করে ওই ওয়ার্ডের সানিটাইজ করবার দল । সব কটি পূজো মন্ডপকে সানিটাইজ করেন তারা। কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্ত জানালেন এটা আমার কর্তব্য,  আমি মনে করি পূজোতে আনন্দ করবার অধিকার সবারই আছে।  আর দরকার সাবধানতা । তাই আমি ঠিক করেছি প্রতিটি প্যান্ডেলকে রোজ সানেটাইজ করবো।এদিন সকাল থেকেই সানিটাইজ করা শুরু হয়। কোয়ার্ডিনেটারের নির্দেশে মন্ডপের কোনায় কোনায় সানেটাইজ করাহয়। পরে কোয়ার্ডিনেটার জানান প্রতিদিন সকাল এবং বিকেলে সানেটাইজ করা হবে এবং প্রতিটি মন্ডপকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনরকমের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।

মন্তব্যসমূহ