রবিবাসরীয় সাহিত্যের দিন প্রতিদিন

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।
 শুরু হল শ্রদ্ধেয় লেখকের নতুন সৃষ্টি পদ্যদিঘি । তাঁর এই সৃষ্টির শুরুতে আমরা সঙ্গী হতে পেরে গর্বিত। 

                                        পদ্যদিঘি 



তপন উবাচ

হঠাৎ ঝনাৎ শব্দে ভেঙে যায় ভোরস্বপ্নের ঘুম
বিছানায় উঠে বসি
সামনেই এক ভূর্জপত্র পেয়ে
   তার উপর রাখলাম স্বপ্নটা
নিরিবিলি পটভূমি--জঙ্গলের নিশ্বাস শোনা যায়
তার কোল ঘেঁষে লাল টালির বাংলোবাড়ি 
   হাতছানি দিচ্ছে মৃদু হেসে
স্বপ্নের দু'গালে আলতো আঙুল রেখে বলি, যাচ্ছি, যাচ্ছি--

আলোকচিত্র : মানসী বন্দ্যোপাধ্যায় , কালীপোখরির জঙ্গল, জলপাইগুড়ি

মন্তব্যসমূহ