রবিবাসরীয় সাহিত্যের দিন প্রতিদিন

 


 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।
 শুরু হল শ্রদ্ধেয় লেখকের নতুন সৃষ্টি পদ্যদিঘি । তাঁর এই সৃষ্টির শুরুতে আমরা সঙ্গী হতে পেরে গর্বিত। 

                                        পদ্যদিঘি 



তপন উবাচ

সবুজ পেখম মেলে বৃক্ষগুলি হয়েছে শামিল
প্রান্তরে দল বেঁধে সারাদিন গাঢ় রোদস্নান
কিছু পাতা সোনারং কিছুবা সবুজ ক্লোরোফিল
খুশিয়াল মৃদু কণ্ঠে গেয়ে ওঠে ভিনদেশি গান।

আলোকচিত্র  : ডাঃ অনাদি আচার্য ,প্যারিস

মন্তব্যসমূহ