আমাদের নিয়মিত সাহিত্য সাধনা
বর্তমান বাংলা সাহিত্যকে যারা স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।
শুরু হল শ্রদ্ধেয় লেখকের নতুন সৃষ্টি পদ্যদিঘি । তাঁর এই সৃষ্টির শুরুতে আমরা সঙ্গী হতে পেরে গর্বিত।
পদ্যদিঘি
তপন উবাচ
গোপন কুঠুরি খুলে কখনও বা আবিষ্কার করি
কোথাও একটা লুকোনো ইচ্ছে থাকে
হঠাৎ উধাও হব
কোনও সবুজ পরির দেশে
সারাদিন কথা বলব শাল-সেগুনের সঙ্গে
বাক্যবিনিময় হবে গুল্মলতার সঙ্গে
খুনসুটি করব সবুজ ছুঁয়ে আসা
যাবতীয় হাওয়ার সঙ্গে
কয়েক দিন বুঁদ হয়ে থাকার পর
আবার একদিন ফিরে আসব
একবুক ক্লোরোফিল নিয়ে।
আলোকচিত্র : লিপি চক্রবর্তী ,লাটাগুড়ি
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন