উত্তরবঙ্গের দিন প্রতিদিন

 খবর ঝলকঃ 

পুজোর সময় সচেতনতা প্রচারের জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সম্মাননা 



 নিজস্ব সংবাদদাতা,  শিলিগুড়ি,২ নভেম্বরঃ পুজোয় শহরে শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে তৎপর ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।পুজো শেষে সেইসব পুলিশ কর্মীদের সম্মানিত করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।পাশাপাশি শহরের যেসব পুজো মণ্ডপগুলি থেকে করোনা ও সেফ ড্রাইভ,সেভ লাইভ নিয়ে প্রচার চালানো হয়েছিল সেইসব মণ্ডপগুলিকে সংবর্ধনা জানালো শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।এদিন ৩৩ জন পুলিশ কর্মীকে সংবর্ধনা জানানো হয় বলে জানা গিয়েছে।

অন্যদিকে সেফ ড্রাইভ,সেভ লাইভ নিয়ে প্রচার করার জন্য মাটিগাড়ার সবুজ বিপ্লব সংঘ,চম্পাসারির জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার এবং প্রধাননগরের মহিলা পূজা কমিটি শতরূপা সংঘকে সংবর্ধনা জানানো হয়।

এছাড়াও বেস্ট গ্রিন পূজা মণ্ডপের জন্য কলেজপাড়া পূজা কমিটি,হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব এবং বাগডোগরা সার্বজনীন দুর্গা পূজা কমিটিকে সংবর্ধনা জানানো হয়।

মন্তব্যসমূহ