সাহিত্যের দিন প্রতিদিন

 

 আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



বর্তমান বাংলা সাহিত্যকে যারা  স্বর্ণ শিখরে নিয়ে চলেছেন , সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অগ্রগণ্য। আমাদের বেহালার দিন প্রতিদিনের পাতায় তাঁর অক্ষরকে তিনি দিয়েছেন। আমরা ধন্য।
 শুরু হল শ্রদ্ধেয় লেখকের নতুন সৃষ্টি পদ্যদিঘি । তাঁর এই সৃষ্টির শুরুতে আমরা সঙ্গী হতে পেরে গর্বিত। 

                                        পদ্যদিঘি 




তপন উবাচ

পাহাড়ের মাথায় জমে আছে পুঞ্জ পুঞ্জ বরফ

তার চকিত ঢালে ছবির মতো একটা কুটির

লাল টালির ছাউনি

অঙ্গনে রকমারি ফুলের রঙ্গোলা উৎসব

এই বাসস্থান আমার নয়

কিন্তু হলে বেশ হত, ভাবতে ভাবতে

কিছুক্ষণের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ হয়ে উঠি।

আলোকচিত্র  : শমিতা দত্তরায় , বেনারস






মন্তব্যসমূহ