সাহিত্যের দিন প্রতিদিন

 


   আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । 

                                        পদ্যদিঘি 




তপন উবাচ

ঘরের মধ্যে ঘর

ভিতরে কার নিবাস জানতে সইছে না তো তর

উঁকি দিলেই খোলসা হবে, আপন, না কি পর!



মনের মধ্যে মন

সব্বাই তার খোঁজ রাখে না থাকে সে গোপন

উঁকি দিলেই জানবে তুমি, অচেনা একজন।


আলোকচিত্র  :  সেলিনা মণ্ডল

নাচন বেড়াতে গিয়ে সেলিনা আবিষ্কার করেছে এই অদ্ভুত ঘরটি। খেজুর রস  রাখা হয় এখানে। পরে জ্বাল দিয়ে গুড় বানানো হবে।

মন্তব্যসমূহ