রবিবাসরীয় সাহিত্যের দিন প্রতিদিন

 

    আমাদের নিয়মিত সাহিত্য সাধনা


                 
   



শ্রদ্ধেয় সাহিত্যিক  তপন বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রকৃতি ধরা দিয়েছে অন্য রূপে। তাঁর প্রতিটি শব্দের গাথায় লুকিয়ে আছে এক অনুভুতি। শ্রদ্ধেয় লেখকের সেই অমর সৃষ্টি বেহালার দিন প্রতিদিনের নিয়মিত সাহিত্য সাধনার অঞ্জলি । 

                                        পদ্যদিঘি 




 তপন উবাচ

হইহই করে ভ্রুভঙ্গি করে মরসুমি লিলিপুট

শীতভোরে এসে লেপকাঁথা তুলে ভেঙে দেয় সংবিৎ

বলে, দেখে যাও, দিয়েছ তো মোটে এক বাই এক ফুট

তাতেই জমিয়ে দিয়েছি দ্যাখো না ডিসেম্বরের শীত।

আলোকচিত্র  : নির্মল সরকার


মন্তব্যসমূহ